ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

১০ দিন তরমুজ না খেলে সব পচে যাবে: দীপু মনি

  নিউজ ডেস্ক

প্রকাশ :  ২১ মার্চ ২০২৪, ০৯:৫৫ সকাল

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিলো। আমরা যদি ঠিক করি, ৭-১০ দিন সারাদেশে কেউ তরমুজ খাবো না, ব্যবসায়ীদের তরমুজ তো সব পচে শেষ হয়ে যাবে। বুধবার রাজশাহীর বাগমারা উপজেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সমাজকল্যাণমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য দেশে জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কেনে বা বয়কট করে। কিন্তু আমরা দাম বাড়লে আরো বেশি কিনি। যত বেশি কিনি অসাধু ব্যবসায়ীরা আরো বেশি দাম বাড়ায়। তিনি আরো বলেন, কিছু ব্যবসায়ী বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। রমজান মাসে আমাদের মতো ব্যবসায়ীদেরও সংযমী হতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত