ঢাকা, বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বৃষ্টির জন্য টঙ্গীবাড়িতে ইসতিসকার  নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

  লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি

-

প্রকাশ :  ২৮ এপ্রিল ২০২৪, ১০:২৬ দুপুর

তীব্র তাপপ্রবাহের সঙ্গে অসহণীয় রোদ আর গরমে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তীব্র তাপ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা। 
 
২৭শে এপ্রিল (শনিবার) সকাল ১০ টার দিকে উপজেলার হাসাইল কেন্দ্রীয় জামে  মসজিদ মাঠে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতী ইমরান বিন ইলিয়াস। উপস্থিত মুসল্লিরা বলেন, সারা দেশের ন্যায় আমাদের মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতেও অসহনীয় গরম পড়েছে। 
 
তীব্র গরমে মানুষের পাশাপাশি পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। এজন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী ইমরান বিন ইলিয়াস বলেন,অনেকদিন ধরেই প্রচন্ড তাপপ্রবাহ তার ওপর বৃষ্টি নাই এতে জনজীবন কষ্টে রয়েছে। সেই সাথে ফসল নষ্ট হচ্ছে। প্রচন্ড গরমে অনেকে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। এ কারনে আমরা আজ বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে চাওয়া তিনি যেন আমাদের নামাজ ও দোয়া কবুল করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত